বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর উদ্যোগে ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়। গত ১৩ নভেম্বর, পাবনা জেলার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নে এনডিপি বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে এ আয়োজন করা হয়। কর্মসূচিটি দেশের অন্যতম উন্নয়ন সহযোগী সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
আয়োজিত ক্যাম্পটির মাধ্যমে ইউনিয়নের দৃষ্টি শক্তি হারানো ২৭ জনঅবহেলিত দরিদ্র, বৃদ্ধ,প্রতিবন্ধী নারী ও পুরুষ বিনামূল্যে ছানি অপারেশনের সুবিধা প্রাপ্ত হয়। অপারেশন সম্পন্ন করেন পাবনা জেলার সাঁথিয়া বিএনএসবিচক্ষু হাসপাতালের পরিচালক ও সিনিয়র কনসালটেন্ট ডা.মো.নাজমূল হক।
এসময় ক্যাম্পে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী চিন্ময় কুমার রায়, ঋণ সহায়তা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাক মো. রেজাউল করিম, শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা মোছা. আদুরী খাতুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, সংস্থার সমৃদ্ধি কর্মসূচীর উদোগে চাকলা ইউনিয়নের অন্ধত্ব দূরিকরণে এখন পর্যন্ত মোট ২৪১ জন রোগীর ছানি অপারেশন করা হয়েছে।