স্টাফ রিপোর্টার: লোকাল গভর্ন্যান্স সার্পোট প্রজেক্ট এলজিএসপি-৩ এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ সভা বুধবার সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
সভায় এলজিএসপি-৩ ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং পায়াকট এর বাস্তবায়নে নিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তফা মঈন উদ্দিন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদুর রহমান আজাদ, চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ, সিরাজগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, ডেইলি অবজারভার ও বণিকবার্তা জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জী, এশিয়া টেলিভিশনের জেলা প্রতিনিধি জিন্না ফারুক ও পায়াকটের কোঅর্ডিনেটর আরিফ হোসেন প্রমুখ। সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি সুধি সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় জানানো হয় সরকারের টেকসই উন্নয়নে ভুমিকা রাখতে এলজিএসপি-৩ এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা,সুশাশন প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, দরিদ্র নারীদের আয় বৃদ্ধিকরনে বিভিন্ন প্রশিক্ষন প্রদান, সেলাইমেশিন ও শিক্ষার্থীদের মধ্যে বাইসাকেল বিতরনসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং ইউনিয়ন পরিষদের সেবা সমুহ জনগণের দৌড়গাড়ায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।