এনডিপি প্রতিনিধি : দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর এনডিপি-বিডি বীফ ও গোট প্রোগ্রাম কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রকল্পটি ০১ জানুয়ারি ২০২২ হতে ৩০ নভেম্বর ২০২৫ সাল পর্যন্ত কাজ করবে। প্রকল্পটি উল্লাপাড়া উপজেলার বড়হর, হাটিকুমরুল, সলংগা, রামকৃষ্ণপুর ও বাঙ্গালা ইউনিয়নে ৬টি সমবায় সমিতিতে বাস্তবায়িত হবে। গরু ও ছাগলের নিরাপদ এবং স্বাস্থ্য সম্মতভাবে মাংসের ব্র্যান্ড উন্নতিকরনের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে প্রকল্পভুক্ত ৬ হাজার জন ক্ষুদ্র খামারিদের প্রয়োজনীয় আয় নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে।
এলক্ষ্যে ৩০ আগস্ট ২০২২ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা মোসা. নিলুফা ইয়াসমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেন। এসময় এনডিপি’র পরিচালক (পিআরএম) ও প্রকল্পের ফোকাল পারসন ড. এবিএম সাজ্জাদ হোসেন ও দাতা সংস্থা হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার (এনিম্যাল ওয়েলবিং) ডা. মাজেদুর রহমান উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলকে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত উপস্থাপন করেন প্রকল্পের সমস্বয়কারী আবু আনেশ ইউসুফ। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় নেত্রীবৃন্দ ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সমাপনী আলোচনায় প্রকল্প কার্যক্রম ও পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হলে নিরাপদ এবং স্বান্থ্য সম্মত মাংস ও সবজি উৎপাদিত হবে এবং সঠিক বাজার ব্যবস্থার মাধ্যমে সদস্যরা উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি মাঠ পর্যায়ে নতুন টেকনোলজি বাস্তবায়নের পরামার্শ প্রদান করেন এবং প্রতিটি কার্যক্রমে উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করার পরামার্শ প্রদান করেন। পরিশেষে তিনি কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবেন বলে সভার কার্যক্রম শেষ করেন।