সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণের অংশগ্রহণে, এলজিএসপি – ৩ বাস্তবায়নে দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি – ৩ এর সার্বিক সহযোগিতায় অফিসার্স ক্লাবে একর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফাজ্জল হোসেন, এলজিএসপি – ৩ বাস্তবায়ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এস এম রকিবুল হাসান।