উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে উল্লাপাড়া ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মা ও অভিভাবক সমাবেশ” এবং পুরস্কার বিতরণ করা হয়।
গত বুধবার দুপুরে উল্লাপাড়া ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন।
সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ, উপজেলা শিক্ষা রিসোর্স অফিসার মো. জাহিদুল করিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মমতাজ হাসান রিটু , প্রধান শিক্ষক টি এম আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে প্রাধান অতিথি বক্তব্যে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান করেন সেই সাথে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আইসিটি ও চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কিত গুরুত্বপূর তথ্য অবহিত করেন।
মা ও অভিভাবক সমাবেশ শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মমতাজ হাসান রিটুর হাতে সামগ্রী তুলে দেন। সেই সাথে শাপলা এ্যাওয়ার্ডপ্রাপ্ত ৫জন ও মেধাবী ১৫জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং প্রাকৃতিক দুর্যোগ(রোদ-বৃষ্টি) মোকাবেলায় শিক্ষক/শিক্ষিকাদের মাঝে প্রধান অতিথি মো, উজ্জ্বল হোসেন ছাতা বিতরণ শেষে বিদ্যালয় চত্বরে ২৫ টি ফলের চারা রোপণ করেন।