সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বর্তমানে ওই শিক্ষক সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন।
স্লিপের বরাদ্দের টাকায় অনিয়ম, বিদ্যালয়ের মুল্যবান গাছ বিক্রিতে যথাযথ সরকারি প্রক্রিয়া অবলম্বন করা করা, বিদ্যালয়ে বরাদ্দকৃত পাঠ্যপুস্তক ও উপবৃত্তি প্রদানে জটিলতা সৃষ্টি, ওই শিক্ষিকার শিক্ষক স্বামীকে দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা সহ নানা অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।
এসব অনিয়ম দুর্নীতি তদন্ত করে দেখতে সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিস, শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ফজলুল হক কে দায়িত্ব দেওয়া হয়। গত ৩ মে,২০২৩ তারিখে তদন্তের তারিখ থাকলেও এখনও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এবিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বর্তমানে সহকারী শিক্ষক পদে কর্মরত শামীমা ইয়াসমিন জানান, ‘আমি দায়িত্বে থাকার সময় প্রাক্কলন মোতাবেক কাজ করেছি তারপরও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আমি তার জবাব দিয়েছি।’
এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সন্ধ্যা রানী সাহা জানান, জেলা শিক্ষা অফিস বিষয়টি অবগত রয়েছে। শাহজাদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল তবে বর্তমানে কি কারণে তদন্ত বন্ধ রয়েছে সেটা বলতে পারছি না।
সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, বিদ্যালয়টির অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে বর্তমানে তদন্ত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আপনাদের জানানো হবে।