স্টাফ রিপোর্টার : ‘এসো মিলি সাংস্কৃতির মোহনায়’ এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জে অরুনিমা সঙ্গীতালয়ের ৮ম বর্ষ পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব ও বনার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অরুনিমা সঙ্গীতালয়ের ৮ম বর্ষ পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের বনার্ঢ্য শোভাযাত্রা ও সন্ধায় গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গতকাল বর্নাঢ্য শোভাযাত্রা ও জাতীয় পতাকা ও সংগঠন পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সপ্তাহ ব্যাপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খ. ম আখতার হোসেন।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জ ও সদস্য আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, অরুনিমা সঙ্গীতালয়ের প্রধান পরিচালক বিশিষ্ট কন্ঠ শিল্পী সূর্য বারী, সাংস্কৃতিক পরিচালক আরাফাত বারী প্রিয়, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন এর সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সোহাগ, জহির রায়হান গ্রুপ থিয়েটার সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভোলা,
নাট্য চক্র গ্রুপ থিয়েটার সাধারণ সম্পাদক শেখ ইমরান মুরাদ, নাট্যকার ও লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ কে আজাদ, সিরাজগঞ্জ নাট্য নিকেতনে সাধারণ সম্পাদক মো. হোসেন আলী (ছোট্ট) প্রমূখ।
সন্ধায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনার সভা ও সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অরুনিমা সঙ্গীতালয়ের উপদেষ্টা নবী নেওয়াজ খান বিনু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান জেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জ এর আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক অনুরাগী সিরাজুল ইসলাম প্রমূখ। এদিন শিশু শিল্পী উষসী সূত্রধর কে সম্বর্ধনা প্রদান করা হয়।