ওমর ফারুক ভুইয়া, কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার অসুস্থ এক আওয়ামী লীগ নেতার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সিরাজগঞ্জ-২ (কামারখন্দ-সিরাজগঞ্জ সদর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
অসুস্থ আওয়ামী লীগ নেতা উপজেলার ১ নং ভদ্রঘাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম রেজা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। অর্থের অভাবে ঠিক ভাবে চিকিৎসা হতে পারছিলেন না।
শামীম রেজার অসুস্থতার খবর পেয়ে শনিবার, ২৯ এপ্রিল, স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না তাকে দেখতে ছুটে আসেন। এসময় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামীম রেজার বাড়িতে গিয়ে তাঁর খোঁজ-খবর নেন। একইসঙ্গে তাঁর চিকিৎসার দায়িত্ব নেন তিনি। এছাড়াও এসময় সিরাজগঞ্জ জেলা ছাত্র লীগের সভাপতি আহসান হাবিব খোকা, কামারখন্দ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম খান, ১নং ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক খান, ভদ্রঘাট ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ঝন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ অসুস্থ শামীম রেজার খোঁজ খবর নেন।