এনডিপি প্রতিনিধি : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি) ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে আশা প্রজেক্টের সহযোগিতায় জেলা শিক্ষা প্রশাসনের সাথে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রূপের শিক্ষার মান উন্নয়নে ইস্যু ভিত্তিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ১২ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এ এম ও মো. আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সিরাজগঞ্জ সদর মো. শাহা আলম, ধানগড়া ও পাঙ্গাসী ইউনিয়নের কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রূপের সভাপতি ও সদস্যবৃন্দ। এছাড়া সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।
সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রূপের সহসভাপতি ও ধানগড়া ডিগ্রি কলেজের প্রভাষক মো. ফরিদুল ইসলাম। সভা পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।