শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্র্যাকের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। গত (২ আগষ্ট) বুধবার সকালে শাহজাদপুর উপজেলা হলরুমে ব্র্যাকের সহায়তায় ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগগ্রামের বাস্ত বায়নে উপজেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার বে¬ইজ এ্যান্থনী গোমেজের উপস্থাপনায় ও জেলা কো অর্ডিনেটর ফাহমিদা আহসানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেববে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার লতা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
এ অ্যাডভোকেসি কর্মশালায় বিদেশে যাওয়ার ব্যাপারে প্রবাসীদের ঋন সহায়তার সুবিধা, বিদেশ ফেরত প্রবাসীদের কর্মসংস্থান বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়তা সম্পর্কে আলোচনা করা হয়।