সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। গত রোববার (১৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় এর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়, অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান প্রমুখ। এছাড়াও সরকারি ও বেসরকারী অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জেলা আইনশৃঙ্খলা সর্বদা ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো ও বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর পুনরাবৃত্তি উপস্থাপন করা হয়। এছাড়াও জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি নব নির্বাচিত সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরীকে জেলা প্রশাসক এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।