শাহজাদপুরসিরাজগঞ্জ

শাহজাদপুরে ব্রাকের আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় স্বপ্নসারথি দল গঠন

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্র্যাকের আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় স্বপ্নসারথি দল গঠন করা হয়।  গত সোমবার ৫ জুন বিকেলে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া গ্রামের মুক্তি পারভীনের বাড়িতে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে ‘দ্যা ড্রিমার” মানে যে স্বপ্ন দেখে, ১৩ থেকে ১৭ বছর বয়সী ২৫ জন কিশোরী (ড্রিমার)কে নিয়ে স্বপ্নসারথি দল গঠন করা হয়। যাতে করে তারা একে অপরের খোঁজ খবর, সহযোগিতা ও ঐক্যবদ্ধ হয়ে বাল্যবিয়ে রুখে দিতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, ব্র্যাকের জেলা প্রতিনিধি রইচ উদ্দীন, ম্যানেজার (এস এম)- সাজ্জাদুজ্জামান চৌধুরী, ডিএম-সেল্প) আজাদুর রহমান, পল¬ী সমাজের সভা প্রধান মুক্তি পারভীন,  ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এ্যাসোসিয়েট অফিসার রাবেয়া খাতুন।

এ সময় স্বপ্নসারথি দলগঠনে সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এ কমিটির আহবায়ক হিসেবে নির্বাচিত হন ফাতেমা খাতুন ও সহকারী আহবায়ক হিসিবে নির্বাচিত হন ইয়াছমিন ও মিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button