নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলা সদরে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এবং বেলকুচি, চৌহালী, শাহজাদপুর, রায়গঞ্জ ও কল্লা পাড়া উপজেলার বিভিন্ন নদী ও শাখা নদী থেকে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলনকারীরা যত্রতত্র বালু উত্তোলন করায় নদীর পাড় ভাঙছে শত শত মানুষ নিঃস্ব হচ্ছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। এদের দ্রুত চিহ্নিত করা হবে। রোববার সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল।
সভার প্রধান অতিথি মোমিন মন্ডল এমপি তার বক্তব্যে বলেন, জেলার বেলকুচি ও চৌহালী উপজেলার যমুনা নদীতে যত্রতত্র অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। তাদের ধরতে গেলে টাঙ্গাইলে পালিয়ে আত্মগোপনে থাকে। এবার ফিরে এসে একই কাজ করছে এতে ব্যাপক জনপদ হুমকির মুখে পড়েছে। এভাবে অন্য উপজেলাতেও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এদের বিরুদ্ধে সম্মিলিতভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই অভিযোগ তুলে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমন তালুকদার প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, জেলায় পাঁচটি মাত্র বৈধ বালু মহাল রয়েছে। এর বাইরে যারা বালু উত্তোলন করছেন তারা অবৈধ কাজ করছেন। এদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভার শুরুতে জেলা আইন-শৃঙ্খলার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহার। সভায় মাদক নির্মূল,গরু চুরি বন্ধ এবং যানজট নিরসনে দৃশ্যমান কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার), পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা জাসদ সভাপতি আব্দুল হাই তালুকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম ও বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ।