সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সরকারের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এর আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি উপ-প্রকল্পের উদ্যোগে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ মে) বেলা ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের উপ-প্রকল্পের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আবু কাউছার। কর্মশালায় পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. মোহাম্মদ মহিউদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের (রুটিন দায়িত্ব) সচিব ড. হাফিজ আহমেদ।

প্রধান অতিথি ড. হাফিজ আহমেদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশে আইনের কোনো কমতি নেই। কিন্তু আইন সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। আইনের সঠিক প্রয়োগের জন্যই আইন জানা এর অনুশীলন দরকার। আইনের যথাযথ অনুশীলন ও অনুসরণ হলে নাগরিকের সাংবিধানিক ও আইনগত অধিকার নিশ্চিত হবে। সমাজ তাতে আলোকিত হবে। রাষ্ট্র তাতে পূর্ণাঙ্গতা লাভ করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে।

তিনি আরও বলেন, প্রকল্পের আওতায় কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান, সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে জেলা পর্যায়ে সচেনতামূলক ওয়ার্কশপ, নির্বাচিত ১২০ টি আইন সম্পর্কে ইংরেজি ও বাংলায় প্যাকেজ তৈরি ও প্রচার, লজ অব বাংলাদেশ রুলস অব বাংলাদেশ ওয়েব সাইট স্থাপন এর কাজ করছে।

কর্মশালার সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, অনেক আইন আছে, সেগুলো কার্যকর করতে প্রয়োজন সকলেরই আইনগুলো জানা দরকার। তিনি বলেন, জনস্বার্থে সঠিকভাবে আইন বাস্তবায়নে একে অপরকে সহযোগিতা করতে হবে। তবেই একটি সুন্দর বাংলাদেশ গঠন সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এম আলী আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল হান্নান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাশেদ তালুকদার, জেলা লিগ্যাল এইড অফিসার বেগম জিনাত মহল।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি কায়সার আহমেদ (লিটন), কাওয়াখোলা ইউপি চেয়ারম্যান জিয়া মুনশি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ সদর এর সহকারী কমিশনার (ভূমি) এস এম রকিবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, এনডিপির উপ পরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জমান, এমএমএস এর পরিচালক আশরাফ আলী খান। এছাড়াও, কর্মশালায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিবান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা ত্রাণ দুর্যোগ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, জেলা রেজিষ্টার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনাহেনা, সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর হাসিবুদ্দিনসহ জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button