সিরাজগঞ্জ

এনডিপির সহযোগিতায় সিরাজগঞ্জে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরন, বিনামুল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলায় জেলা আইন সহায়তা প্রদান কমিটির আয়োজনে এবং এনডিপির জেন্ডার অ্যান্ড রাইটস্ কর্মসুচি ও ডিএইচআরএনএস প্রজেক্টের সহযোগিতায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা কোর্ট চত্বর হতে শূভযাত্রা শুরু হয়ে জেলার শহর প্রদক্ষিণ করে আবার জেলা কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে কোর্ট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং জেলা আইন সহায়তা প্রদান কমিটি, সিরাজগঞ্জ এর চেয়ারম্যান ফজলে খোদা মো. নাজির।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ মো. নাসিরুল হক, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাশেদ তালুকদার, সিভিল সার্জন রামপদ রায়, সভাপতি জেলা আইনজীবী সমিতি কায়ছার আহম্মেদ লিটন, উপজেলা চেয়ারম্যান সদর মো. রিয়াজ উদ্দিন, এনডিপির প্রতিনিধি উপপরিচালক কাজী মাসুদুজ্জামান।

অনুষ্ঠানে আরো অংশগ্রহন করেন সাধারন সম্পাদক জেলা আইনজীবী সমিতি সিরাজগঞ্জ মো. আনোয়ার পারভেজ লিমন, এনডিপির মানবাধিকার কর্মী এবং প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, জেন্ডার কমিটির ফোকাল পারসন ও উপব্যবস্থাপক (প্রশিক্ষণ বিভাগ) সোমা দাস ও জেন্ডার এন্ড রাইটস্ কর্মসুচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল সহ আইনজীবী, সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, বিচার প্রার্থী গণ ও তার প্রতিনিধি, সিরাজগঞ্জ জেলার হিউম্যান রাইটস ডিফেন্ডারসগণ, আইন শৃংখলা বাহিনীর প্রতিনিধি প্রমূখ।

অতিথিবৃন্দ অনুষ্ঠানে তাদের বক্তব্যে বলেন আইনের যথাযথ বাস্তবায়ন এবং জেলা লিগ্যাল এইড এর মাধ্যমে বিচার প্রার্থীগণ সকলে আইনি পরামর্শ এবং যথাযথ সহযেগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান ও জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ জিনাত জাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button