গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায় প্রকল্পের আওতায় ট্রেড ভিত্তিক প্রশিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
৩০ জানুয়ারি থেকে ০১ ফেব্রুয়ারি পর্যন্ত ০৩ দিনব্যাপি প্রশিক্ষণের শেষ দিনে সমাপনি ঘোষণা করেন এনডিপি’র পরিচালক (কর্মসূচি) মোহা. শাহ্ আজাদ ইকবাল। এসময় তিনি প্রশিক্ষণ লব্ধজ্ঞান মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য প্রশিক্ষকদের নির্দেশনা প্রদান করেন।
এনডিপি’র উপ-পরিচালক (মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন) কাজী মাসুদুজ্জামান প্রশিক্ষণ গ্রহণকারী রিসোর্স পারসনদের উদ্দেশ্য করে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। একইসাথে তিনি প্রশিক্ষণ সিডিউল এর ব্যত্যয় না ঘটিয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য আশাবাদ ব্যাক্ত করেন। প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন এনডিপি’র আরএমটিপি প্রকল্পর ব্যবস্থাপক মো. মাসুদ মন্ডলসহ আরো অনেকেই।
এনডিপি’র দক্ষ কর্মকর্তাবৃন্দ মাঠ পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ৬৫ জন রিসোর্স পারসনদের ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। পক্ষান্তরে রিসোর্স পারসনদের প্রশিক্ষণ গ্রহণ পরবর্তীতে তারা মাঠ পর্যায়ে প্রকল্পে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান করবেন। উল্লেখ্য প্রকল্পটি রাজশাহী বিভাগের ৮টি জেলার ৮টি উপজেলার ৭৯টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।