সিরাজগঞ্জ

আউটসোর্সিং কর্মীদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে টিসিএল কোম্পানির মাধ্যমে আউটসোর্সিং-এ নিয়োগ প্রাপ্ত ৩৪ জন কর্মচারী বিগত ০৭ মাসের বকেয়া বেতন ভাতাতি আদায়ের লক্ষে কর্ম বিরতি পালন করা হয়। গত বুধবার ( ১১ জানুয়ারি) সকাল ৯ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে, আউটসোর্সিং-এ নিয়োগ প্রাপ্ত কর্মচারীদের আয়োজনে  মো. হাসান নাহিদ ভাষা ও হীরার নেতৃত্বে হাসপাতালের কর্ম বিরতি পালন করা হয় ।

এবিষয়ে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মেরাজ রানা বলেন, টিসিএল কোম্পানির মাধ্যমে আউটসোর্সিং-এ উল্লেখিত ৩৪ জনের কাজের মেয়াদ ৩০-০৬-২০২২ খ্রিঃ সমাপ্ত হয়। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত গত বছর ২৩ নভেম্বও এক বিজ্ঞপ্তিতে আউটসোর্সিং সেবা প্রদানের মেয়াদ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করার সম্মতি জ্ঞাপন করা হয়। এরই প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জনাব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত  গত বছর ১১ ডিসেম্বর এর এক বিজ্ঞপ্তিতে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রাপ্তদের মেয়াদ চলতি বছর ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করার সম্মতি জ্ঞাপন করে।

 আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত এই ৩৪ জন ০১ জুলাই থেকে বিনা বেতনে কাজ করে আসছে। তারা তাদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এই কর্মবিরতি পালন করে আসছে। তাদের দাবি বকেয়া বেতন পরিশোধের ঘোষণা না আসা পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবে। এর ফলে হাসপাতালের নিশ্চিত সেবা প্রদন বাধাগ্রস্ত হচ্ছে।

 সিরাজগঞ্জ জেলা এনএসআই কার্যালয় কর্তৃক স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সমন্বয় করে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button