কাজীপুরসিরাজগঞ্জ

সাবেক পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন এর বাড়িতে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদারের নেতৃত্বে কাজিপুর উপজেলায় আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন এর পরিবারের সকল বিষয় খোজঁ খবর নেয় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে এস. এস রোডস্থ দলীয় আওয়ামীলীগ কার্যালয় সামনে থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজিপুর উপজেলার বেরিপটল গ্রামে সাবেক পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন এর বাসায় যান এবং সকল বিষয় খোঁজ খবর নেন ।

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এটি একটি নাক্করজনক ঘটনা। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত বিচার হবে। এ ব্যাপারে প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি তিনি আমাদের কে উপযুক্ত বিচারের বিষয়ে আশ্বস্ত করেছেন। উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসাহাক আলী,সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূইয়া,সহ -সভাপতি বদরুল আলম, যুগ্ম- সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পিয়ার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কুদ্দুস,শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল,প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব এহসান,  ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল তারা,তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, বন ও পরিবেশ সম্পাদক আব্দুস সাত্তার শিকদার, সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল রহমান,বীর মুক্তিযোদ্ধ হাসান খসরু, উপ-দপ্তর সম্পাদ মহসিন খান রানা, যুব ত্রিয়া সম্পাদক নাসিমুর রহমান নাসিম,সদস্য জেহাদ আল ইসলাম, সদস্য ও জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button