বেলকুচিসিরাজগঞ্জ

এনায়েতপুরে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ

চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামীলীগ কার্যালয়ের সাধারন সম্পাদকের অফিস কক্ষে অগ্নিসংযোগ করে দুর্বত্তরা। অগ্নিসংযোগে অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ গুরুত্বপূর্ন কাগজপত্র ও আসবাব পুড়ে গেছে। রোববার ভোর রাতে জানালার গ্লাস ভেঙ্গে আগুন ধরিয়ে দিয়ে দুর্বত্তরা পালিয়ে যায়।

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু ও সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি জানান, বিএনপির হরতালের প্রতিবাদে শান্তি সমাবেশ করার উদ্দেশ্যে রোববার সকালে এনায়েতপুর থানা সদরে দলীয় কার্যালয়ে এসে এ অগ্নিকান্ডের ঘটনা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। এ অগ্নিসংযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, গুরুত্বপূর্ন কাগজপত্র ও আসবাব পুড়ে গেছে। এতে দলের প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারনা করা হচ্ছে হরতালকে কেন্দ্র করে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগ করেছে। এর আগে ২০১৮ সালেও বিএনপি জামাতের সন্ত্রাসীরা এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় দায়েরকৃত মামলা এখনও চলমান রয়েছে। বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাসের সেই ধারাবাহিকতায় তারা আবারও হামলা চালিয়ে এ অগ্নিসংযোগ করে এলাকায় ত্রাসের সৃষ্টি করার পায়তারা করছে। এবিষয়ে এনায়েতপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে সকালেই আওয়ামীলীগ অফিস পরিদর্শন করেছি। আলামত সংগ্রহ করেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে, এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের সনাক্ত ও গ্রেফতারে জোড় চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button