কাজীপুরসিরাজগঞ্জ

২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবীতে কাজীপুরে বিক্ষোভ

কাজীপুর প্রতিনিধি: ২০০৪ সালের ২১ আগস্টে জননেন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে বিএনপির গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবীতে সিরাজগঞ্জের কাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগি সংগঠন এর আয়োজনে সোমবার বেলা বারোটায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে। পরে নেতৃবৃন্দ উপজেলা স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় আইভি রহমান সহ ২৪ জন নেতাকে হত্যার মূল হোতা তারেক জিয়া সহ সকল আসামির ফাঁসির দাবী তোলেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, কাজীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দীন মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, পৌরমেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শ্রী উজ্জ্বল কুমার ভৌমিক, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button