সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা বৃহস্পতিবার, ২৭ অক্টোবার, বিকেল ৩টায় খোকশাবাড়ী হার্টিকালচার সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব কে. এম. হোসেন আলী হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সজল ।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, ইউপি আওয়ামী নেতা কামরুল হাসান নিকি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফিরোজ মাহমুদ, শ্রম বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আব্দুল খালেক, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছালীগের সভাপতি আলআমিন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ মুকুলসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ। বর্ধিত সভায় প্রধান অতিথি কে এম হোসেন আলী হাসান তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগকে সু সংগঠিত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা জনগণ ও ভোটদের পৌঁছাতে হবে।