স্টাফ রিপোর্টার : দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার, ১১ ফেব্রুয়ারি বিকেলে বাজার স্টেশন মুক্তির সোপানে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. বীর মুক্তিযোদ্ধা কে.এম. হোসেন আলী হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও শাহজাদপুর আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ৬৩ সিরাজগঞ্জ-২ আসানের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী তালুকদার, সহ-সভাপতি এ্যাড, বিমল কুমার দাস, আলহাজ্ব ইসাহাক আলী, ফিরোজ ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
এসময় পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেলিম আহমেদ, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক দানীউল হক মোল্লাসহ ১৫ টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন এর নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক আহসান হাবীব এহসান।