নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে সাবেক সহ সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা ও সাবেক যুগ্মসাধারণ সম্পাদক প্রয়াত এস এম আলতাফ হোসেনের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার, ৮ জুন বিকেলে এস.এস রোডস্থ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার এর আহবানে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ও কামারখন্দ-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ লিমন প্রমুখ।
বক্তাগণ বলেন, ছাত্র জীবন থেকে শুরু করে আওয়ামীলীগের সক্রিয় নেতা ছিলেন। মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাকে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা। পাশাপাশি জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ছিলেন একজন আদর্শ বান ও ত্যাগী নেতা আলতাফ হোসেন। সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীরা তাদের আত্মা শান্তি কামনা করে সব সময়।