কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী কে ফুলেল শুভেচ্ছা জানায় নেতৃবৃন্দ।
রোববার (১৪ জানুয়ারি) বিকেলে কামারখন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নেতাকর্মীদের কে নিয়ে নবনির্বাচিত এমপি কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাস, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সেখ, সাবেক চেয়ারম্যান মতিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাসির হোসেনসহ কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এসময় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী বলেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি আমাদেরকে লাল সবুজের পতাকা, মানচিত্র ও স্বাধীন সার্বভৌমত্ব দেশ উপহার দিয়েছেন। টানা চতুর্থবারের সফল সরকার প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ সদর ও কামারখন্দ উপজেলার প্রতিটি নেতা ও কর্মী এবং সিরাজগঞ্জ ও কামারখন্দ-২ আসনের সাধারণ মানুষের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি চেষ্টা করবো সরকারের গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করা। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে নিরলস ভাবে রাত দিন পরিশ্রম করে যাবো। ধন্যবাদ জানাই সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আওয়ামী লীগকে তারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন।