সদরসিরাজগঞ্জ

কাওয়াকোলা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা

সিরাজগঞ্জ সদর উপজেলার  কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার, (৪ মার্চ) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের রাসেল স্মৃতি পার্ক সংলগ্ন ধানবান্ধিস্থ মহল্লায় আবুল হোসেন ভূঁইয়ার বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আলীম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা মো. আলী আকবর। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন , সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম সজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলু, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আহসান হাবীব খোকা প্রমুখ।  এসময়ে ইউনিয়নের ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় বক্তাগণ বলেন, বিএনপি- জামাত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে নানা ষড়যন্ত্র করে মিথ্যা প্রচারে লিপ্ত রয়েছে।  এজন্য আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সজাগ থেকে  জবাব দিতে হবে।  এজন্য আমরা ঐক্যবদ্য আওয়ামী লীগ চাই।

কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনতন্ত্র মোতাবেক গঠন করা হবে। প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নৌকা মার্কা বিজয়ী করতে এখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button