রায়গঞ্জ প্রতিনিধি: দেশের সব নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনতে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩’ পাস হওয়ায় রায়গঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আনন্দ মিছিল বের করে।
গত মঙ্গলবার সকাল ১১ টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এ আনন্দ মিছিল করে রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে রায়গঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।
শেষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান ইলিয়াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, সহ সভাপতি সাইদুল ইসলাম চাঁন,রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।