চৌহালীসিরাজগঞ্জ

চৌহালীতে মমিন মন্ডলকে সংবর্ধনা

চৌহালী প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে দ্বিতীয়বার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপিকে সংবর্ধনা দেওয়া হয়ছে। মঙ্গলবার সকালে ঢাকা থেকে চৌহালী আসলে ৫০০ মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা এমপি মমিন মন্ডলকে স্বাগত। পরে চৌহালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান। এসময় আলহাজ্ব আব্দুল মমিন এমপি দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। পরে বঙ্গবন্ধু মরালে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, মন্ডল গ্রুপের পরিচালক আলহাজ আব্দুল আলিম মন্ডল, আলহাজ জুবায়ের মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার, সহ-সভাপতি হাবিবুর রহমান, মো. নজির মিয়া, যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক তালুকদার চুন্নু,খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম, খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দাউদ সরকার সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button