সদরসিরাজগঞ্জ

সদর আসনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন জান্নাত আরা হেনরী

আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে ৬৩, সিরাজগঞ্জ (সদর ও কামারখন্দ) আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জান্নাত আরা হেনরী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জের জেলা প্রশাসকের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তার মনোনয়নপত্র গ্রহণ করেন। জেলার ৬ আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিলেন।

মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়  উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাস, ফিরোজ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হাকিম প্রমুখ।

এসময়ে নৌকার মনোনীত আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী দেশবাসী ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, আমারা চাই জনগণ স্বতঃস্ফূর্ততার সঙ্গে যাকে খুশি তাকে ভোট দিক। এসময়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের তিনি ধন্যবাদ জানান।

এ আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করলেও গতকাল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত তিনি মনোনয়ন পত্র দাখিল করেননি বলে জানা যায়।

এছাড়া, জেলার ৬ আসনে আওয়ামী লীগের মনোনীত সব প্রার্থী নিজ নিজ মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে সিরাজগঞ্জ-১ ( কাজীপুর-সিরাজগঞ্জের একাংশ) এর মনোনীত প্রার্থী তানভির শাকিল জয়, সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ -তাড়াশ) এর মনোনীত প্রার্থী ডা. আব্দুল আজিজ,  সিরাজগঞ্জ-৫ ( বেলকুচি-চৌহালী ও এনায়েতপুরের একাংশ) এর আওয়ামী মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-এনায়েতপুর একাংশ) আসনের মনোনীত প্রার্থী মো. চয়ন ইসলাম নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানা গেছে। নির্বাচনে সরকারি দল ছাড়াও জাসদ, ওয়াকার্স পার্টি, সাম্যবাদীসহ ১৪ দলীয় জোটের শরীক দল ও তৃণমুল বিএনপি, বিএনএম অংশ নিচ্ছেন। অন্যদিকে প্রধান বিরোধী রাজনৈতিক দল এখন পর্যন্ত এক দফা দাবির ভিত্তিতে হরতাল ও অবরোধ কর্মসুচি চলমান রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button