স্টাফ রিপোটার : সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান (সিরাজ খাঁ) এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা সভা অনুষ্ঠিত হয়।
গত বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণসভা সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।
স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, সাবেক সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, আব্দুল বারী শেখ, ফিরোজ ভূঁইয়া, অ্যাড. বিমল কুমার দাস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
উল্লেখ্য, তিনি ২০১৯ সালে ২০ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে সিরাজগঞ্জ রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়। সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডের বাসিন্দা সিরাজুল ইসলাম খান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদ এর নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি কওমি জুটমিলস্ মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর একধিকবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।