প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারা হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতাকে গ্রেপ্তারের দাবি জানান।
গত সোমবার (২২ মে) দুপুরে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঁঠাল বাগানে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন, সহসম্পাদক ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মো.মাছুম সিকদার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী মাষ্টার, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ, বাঘুটিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মো.আবুল কালাম মোল্লা, খাষপুখুরিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মো.আবু দাউদ সরকার, সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রবিউল ইসলাম ভিপি সহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তারা বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময় হত্যার চেষ্টা চালানো হয়েছে। এবার রাজশাহীর নেতা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে হুমকি দাতা আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।