রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ প্রতিনিধি : বিএনপির অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রায়গঞ্জে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রোববার, সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগের ধানগড়া কার্যালয় থেকে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

শেষে উপজেলা আওয়ামীলীগ এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ। প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাইদুল ইসলাম চান, ফেরদৌস আলম তালেব, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান সুমন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল পাঠান, সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, কার্যনিবার্হী সদস্য কে এম রফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, সেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আলামিন সরকার, ছাত্রলীগের সভাপতি রবিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ বিএনপির সমাবেশের নামে বিনা উসকানিতে বাসে অগ্নি সংযোগ, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি আন্দোলন সফল করতে না পেরে জনগনের জানমালের ক্ষতি করছে। কিন্তু এ নৈরাজ্য আর চলতে দেয়া যায় না। তারা ঘোষণা দেন বিএনপি যেখানেই সন্ত্রাস করবে সেখানেই জনগণকে সাথে নিয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলা হবে।

 এ সময় বক্তারা জনগণকে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপিকে বর্জন করার আহ্বান জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button