চৌহালী প্রতিনিধি : রাজধানীসহ সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। রোববার (৩০ জুলাই) দুপুর প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলেছে এ কর্মসূচি।
এর আগে, শনিবার (২৯ জুলাই) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের জরুরি সভায় দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন। তারই অংশ হিসেবে চৌহালী উপজেলা আ.লীগ এ কর্মসূচি পালন করছে। উপজলা আ.লীগের সভাপতি মো. তাজ উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সরকার, সহসভাপতি হাবিবুর রহমান হাবীব, যুগ্মসাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার, খাষকাউলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু সাইদ বিদ্যুৎসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
মো. তাজ উদ্দিন বলেন, রোববার সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএনপি-জামায়াতের নৈরাজ্য, হত্যা, ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ হচ্ছে।চৌহালী উপজেলা আ.লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। ২০১৩, ১৪ ও ১৫ সালের পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ থাকতে পারে না। তাদের (বিএনপি) আন্দোলন এক দফা অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি।