সদরসিরাজগঞ্জ

শিক্ষানুরাগী আকবর আলী পরিদর্শন করলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক পাঠাগার

রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষানুরাগী আকবর আলী গতকাল ২২ ফেব্রুয়ারি, শনিবার, দুপুরে আকস্মিক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার পরিদর্শন করেন।

সিরাজগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি শিক্ষা বিস্তারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ও এপ্রসঙ্গে তার নিজ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্দেশ্য ও অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিনী মোমেনা আলী, সাংবাদিক তোফায়েল আহমেদ। সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারের এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন এর আহ্বানে শিক্ষানুরাগী আকবর আলী ও তার সহধর্মিনী মোমেনা আলী পাঠাগার পরিদর্শন করেন। 

পাঠাগার পরিদর্শনের সময় তিনি পাঠাগারে সব ধরনের বই সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারে বই ক্রয় ও উন্নয়নে ২৫ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা করেন। শেষে পাঠাগার সভাপতি তাঁকে ও তার সহধর্মিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button