সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আকবর আলী

আকবর আলী। বয়স প্রায় ৮৫ বছর। তবু এবয়সে ৭০ বছর আগে সিরাজগঞ্জের ভিক্টোরিয়া হাইস্কুলে অধ্যয়ন, ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ. সম্পন্ন, আইনে গ্রাজুয়েশন, আইন পেশা ও ব্যবসায়িক ও রাজনৈতিক জীবনের নানাঘটনা বিশেষ করে নিজ এলাকায় শিক্ষা বিস্তারে তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কাহিনী তুলে ধরেন।

গতকাল দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে  তিনি তার জীবনে অর্জিত অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে বলেন, তার জীবনের অভিজ্ঞতার মুলমর্মই হলো দিক্ষা। তিনি বলেন, উন্নয়ন টেকসই করতে, জাতিকে এগিয়ে নিতে প্রয়োজন শিক্ষা। রাস্তা, কার্লভার্ট এসব উন্নয়নকে টিকিয়ে রাখতে। লাগসই উন্নয়ন করতে। জনগনের চাহিদার উন্নয়নের মুলভিত্তিই হলো শিক্ষা। তিনি বলেন মানুষ শিক্ষিত হলে জাতি এগিয়ে যাবে। এজন্যই তিনি তার জীবনে রাজনীতির পাশাপাশি এলাকার মানুষের শিক্ষা বিস্তারে নির্মান করেছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। যারমধ্যে জেলা ও তথা দেশব্যাপী আলো ছড়াচ্ছে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত আকবর আলী কলেজ। এই কলেজটি ১৯৮৪ সালে সরকারিকরণ করা হয়। উল্লাপাড়া বিজ্ঞান কলেনজ (১৯৯৪), মোমেনা আলী বিজ্ঞান কলেজ (২০০২)। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানের  ছাত্রনিবাস নির্মান, একাডেমিক ভবন নির্মান, সীমানা প্রাচীরসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, বর্তমান সময়ে শিক্ষা বিস্তারে আরও শিক্ষা প্রতিষ্ঠান নির্মান করা প্রয়োজন, প্রয়োজন জ্ঞান বিজ্ঞানের নবতর শাখা উদ্বোধন, দক্ষ শিক্ষক ও শিক্ষার পরিবেশ উন্নত করা। কিছুটা আক্ষেপ করে তিনি বলেন, অথচ কেউ কেউ তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার নাম মুছে ফেলার চেষ্ট্ াকরছেন। অদক্ষ লোক পরিচালনা কমিটিতে প্রবেশ করার চাপ দিচ্ছেন। এসময় তিনি সাংবাদিকদের কলমে জেলার শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস, এর বর্তমান অবস্থা এবং শিক্ষার প্রসারে সাংবাদিকদের মতামত সম্বলিত ফিচার সংবাদ তৈরির গুরুত্ব তুলে ধরেন। মতবিনিময়কালে তার সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী মোমেনা আলী।

মতবিনিময় শেষে আকবর আলী ও তার সহধর্মিনী  সিরাজগঞ্জ প্রেসক্লাব এর টয়লেট সংস্কার ও পয়:নিস্কাশন উন্নয়ন,  আলমারি ও বই সংরক্ষনে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাব এর আহ্বায়ক আব্দুল কুদ্দুছ, আলোকিত সংবাদ এর তফিজ উদ্দিন, বিডি নিউজ ২৪ এর স্বপন চন্দ্র দাস, দৈনিক ইত্তেফাক পত্রিকার মিঠু, আজকালের সংবাদ এর জহুরুল ইসলাম, দৈনিক সিরাজগঞ্জ বার্তার  সম্পাদক আব্দুল হামিদ খান হীরা,  প্রতিদিনের সংবাদ এর বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন ফিরোজী, দৈনিক যুগের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার তোফায়েল আহমেদ প্রমুখ। পরে তিনি প্রেসক্লাব দোতলায় অবস্থিত বীর  মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবল হক পাঠাগার এর সভাপতি, গণমাধ্যম কর্মী ইসমাইল হোসেন এর আহ্বানে পাঠাগার পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button