রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জে  যুবলীগের মানববন্ধন -বিক্ষোভ

রায়গঞ্জ প্রতিনিধি : রায়গঞ্জে ১৫ই আগস্ট হত্যাকান্ডের মাস্টার মাইন্ড জিয়ার মরণোত্তর বিচার, ৭১ এর পলাতক খুনিসহ ২১ আগস্ট হত্যাকান্ডের হোতা তারেক রহমানের বিচারের রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । রায়গঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ এ কর্মসূচি পালন করে। সংগঠনটি সোমবার সকালে উপজেলা সদর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর সভার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে শেষ হয়। মিছিলে সকল ইউনিয়ন ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন সুমন সরকারের সঞ্চালনা ও সভাপতি জাহিদুল ইসলাম মাইকেলের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্নের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস সরকার তালেব,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা ১৫ই আগস্ট হত্যা কান্ডের মাস্টার মাইন্ড ও মানবাধিকার লংঘনকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার,৭১ এর পলাতক খুনিসহ ২১ আগস্ট গ্রেনেড হত্যা কান্ডের হোতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট ‘র রায়ে সন্ত্রাসী সংগঠন বিএনপির রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবি জানান। পরে উপজেলা যুবলীগের পক্ষ থেকে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button