সিরাজগঞ্জের তাড়াশে আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি পরিবারের বসতঘর ও একটি গোডাউন। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গত মঙ্গলবার, ১৩ জুন, দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ পৌর সদরের দাস পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাড়াশ পৌর এলাকার দাসপাড়ায় উজ্জল কুমারের ঘরে হাঠাৎ বেদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। মুর্হুতের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশি স্বপন, চৈতন্য, লিটন ও নিরেন সরকারের ঘরেও। এ সময় বসতঘর, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
তাড়াশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার রেজাউল করিম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতির পরিমান এই মুহূর্তে বলা যাচ্ছে না।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুনে তিনটি পরিবারের সবার মালামাল পুড়ে শেষ হয়ে গেছে।