খেলা

আজ বুধবার ৮ জুন ঢাকায় অবতরণ করছে বিশ্বকাপ ট্রফি

এরই মধ্যে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা বেড়ে গেছে বাংলাদেশে। সেই উন্মাদনায় বাড়তি যোগ হচ্ছে বিশ্বকাপ ট্রফির ঢাকায় অবতরণে।

বুধবার, ৮ জুন বাংলাদেশ সময় পৌনে এগারোটায় চার্টার্ড বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে এই সোনায় মোড়ানো ট্রফিটি।

বিশ্বকাপ ট্রফির সঙ্গে বিমানে আসছেন ফিফার সাত কর্মকর্তা। আসছেন ১৯৯৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্সের দলের সদস্য ক্রিশ্চিয়ান কারেম্বু। আরও আসছেন ফিফার অফিসিয়াল পার্টনার কোকাকোলার কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।
পাকিস্তান থেকে ঢাকা হয়ে বিশ্বকাপ ট্রফির পরবর্তী গন্তব্য পূর্ব তিমুর। তবে ট্রফিটি কখন পূর্ব তিমুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি বাফুফে।

ঢাকায় অবস্থানের সময় ৮ জুন শুধুমাত্র বঙ্গভবন ও গণভবনে ট্রফি যাবে। পরের দিন বিকেলে আর্মি স্টেডিয়ামে কনসার্ট হবে। সেই কনসার্টে জনসাধারণের প্রবেশ থাকলেও ছবি তোলার সুযোগ থাকবে সীমিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button