রায়গঞ্জসিরাজগঞ্জ

দেড় কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা; ভোগান্তিতে সাধারণ মানুষ

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জের পুরাতন বগুড়া রোড আঞ্চলিক মহাসড়কের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের ঐতিহ্যবাহী হাটপাঙ্গাসী বাজারের ফজলের মোড় থেকে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ মাঠ পর্যন্ত দেড় কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের রাস্তাটি খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। ফলে যাতায়াতের চরম ভোগান্তির শিকার হচ্ছে এ পথে চলাচলকারী সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ সড়কটির জায়গায় জায়গায় ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। জড়াজীর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের শত শত যানবাহন চলাচল করে।  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসীকে সীমাহীন দূর্ভোগ মাথায় নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রায় দুই যুগ আগে এ রাস্তাটি পাকা করা হয়। এরপর বাজারের দুই দিকের রাস্তা বিভিন্ন সময় সংস্কার করা হলেও সংস্কার করা হয়নি আঞ্চলিক মহাসড়কের হাটপাঙ্গাসী বাজারের মাত্র দেড় কিলোমিটার রাস্তা। সিরাজগঞ্জ জেলা সদরের কাঠের পুল থেকে হাটপাঙ্গাসী বাজার হয়ে উপজেলা সদর ধানগড়া আঞ্চলিক মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে। এই সড়কে গোটা উত্তরাঞ্চলের বিভিন্ন ধরনের যানবাহন ও হাজার হাজার জনসাধারণ চলাচল করে থাকে। এদিকে উপজেলার হাটপাঙ্গাসী বাজারের স্থানীয় বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী মো. মঞ্জুর হাসান মঞ্জু, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, দলিল লেখক মো. জাহাঙ্গীর আলম ওবায়দুল ও মঞ্জুরুল আলম পান্না জানান, পুরাতন রোড নামে পরিচিত হাটপাঙ্গাসী বাজারের রাস্তাটি এতোই খারাপ যে, পায়ে হেঁটেও চলাচলে সমস্যা হচ্ছে। এমতাবস্থায় পুরাতন রোড নামে পড়িচিত আঞ্চলিক মহাসড়কের হাটপাঙ্গাসী বাজারের গুরুত্বপূর্ণ মাত্র দেড় কিলোমিটার রাস্তা পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button