সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ২৮৫ গ্রাম হেরোইনসহ মোছা. মনি আক্তার (৩১) নামে এক নারীকে আটক করেছে র্যাব-১২।
গত শনিবার, ৬ মে, সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাসেম সবুজ।
এর আগে শুক্রবার, ০৫ মে, রাতে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন ঢাকা-বগুড়া মহাসড়কে নিউ লাইন হসপিটালের সামনে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মনি আক্তার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বাগমারা গ্রামের মো. সাইফুল ইসলামের স্ত্রী। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে নিউ লাইন হসপিটালের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে মনি আক্তার নামে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।