সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নেশাজাতীয় ইনজেকশনসহ ২ নারী আটক

সিরাজগঞ্জে ৯৭৮টি নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছেন র‌্যাব-১২ সদস্যরা। গত মঙ্গলবার, ১৩ জুন, ভোরের দিকে সিরাজগঞ্জ সদর থানার রহমতগঞ্জ কাঠেরপুল চৌরাস্তা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমুর থানার মংলাপাড়া গ্রামের আব্দুল করিমের স্ত্রী মোছা. পারুল (৫৩) ও একই থানার খাসুরিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোছা. আমেনা খাতুন (৫১)।

গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাশেম সবুজ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে সদর থানার কাঠেরপুল চৌরাস্তা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৭৮টি নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button