সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট ও ২০০ পিস নেশাজাতীয় অ্যাম্পলসহ দুই মাদক কারবারিকে আটক করে। গত শনিবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী।
আটকরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার গয়ালমারা গ্রামের মৃত মেহের আলীর ছেলে মো. রকিম আলী (৩৬) ও দিনাজপুর জেলার বিরামপুর থানার দক্ষিণ দাউদপুর জোলাপাড়া গ্রামের মো. মন্টুর স্ত্রী মোছা. লাইলী (৪৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবির ওসি রওশন আলী জানান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডলের দিক নির্দেশনায় শুক্রবার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখানে ৩ হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ রকিম আলীকে আটক করা হয়। অপরদিকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিস নেশাজাতীয় অ্যাম্পলসহ লাইলি নামে এক নারীকে আটক করা হয়। এসব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।