রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। থানা-পুলিশ সূত্রে জানা যায়, ২৮ আগষ্ট দিবাগত-রাত ১.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ওয়াসিম আল বারী সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রীকালিন বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে চান্দাইকোনা ইউনিয়নের বল্লাভেঙ্গুর গ্রামের বটতলা তিন রাস্তার মোড় সিমলা হতে রানীর হাটগামী পাঁকা রাস্তার উপর থেকে ডাকাতি প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে হাতে নাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার মোজাফফরপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মমিন(২০), আবু তালেব আকন্দের ছেলে আশরাফুল আকন্দ(২৫), মৃত সিদ্দিকের ছেলে সাইদুল ইসলাম(২২),রেজাউল করিমের ছেলে নুর নবী শেখ(২০), টাঙ্গাইল সদর থানার বড় বেলতা গ্রামের হামিদ মন্ডলের ছেলে আবুল কালাম(৩২)। এসময় ডাকাতি কাজে ব্যবহার করা ধারালো দা, হাসুয়া, বিভিন্ন সাইজের রড, একটি কাটার মেশিন এবং একটি ট্রাক জব্দ করে থানা পুলিশ। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানার মামলা নং-২৩/১৭৭, তাং-২৮/০৮/২০২২ খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।