রাজশাহী মহানগরীতে জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশে যোগদান ও মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
শনিবার, ২৮ জানুয়ারি, ১১ টায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে. এম. হোসেন আলী হাসান এর সভাপতিত্বে আনন্দ মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৬৩, সিরাজগঞ্জ-২ আসন্রে সাংসদ অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সজল, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র রিয়াদ রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েলসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।