বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ” আনন্দ টিভির” তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে অর্থনীতি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সাধন কুমার দাস।
সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলার কক্সবাজার ইন্সটিটিউট অডিটোরিয়ামে আনন্দ টিভির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। আনন্দ টিভি প্রতিবছরই সারা দেশের সকল প্রতিনিধিদের নিয়ে উক্ত সম্মেলন আয়োজন করেন। এর আগে সকল প্রতিনিধিদের প্রচারিত সংবাদ বিশ্লেষণ করে জুরি বোর্ড গঠন করা হয়। জুড়িবোর্ডের বিচার বিশ্লেষণ করে শ্রেষ্ঠ প্রতিবেদকের নামের তালিকা ঘোষণা করা হয়। সেই সাথে শ্রেষ্ঠ প্রতিবেদকগণকে স্ব স্ব ক্যাটাগরিতে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।
উক্ত সম্মেলনে চলতি বছর আনন্দ টিভি’র (অর্থনীতি) ক্যাটাগরিতে “শ্রেষ্ঠ প্রতিবেদক ” হিসেবে নির্বাচিত হন। গত ২০২১ সালে অনুসন্ধানী ক্যাটাগরিতে ” শ্রেষ্ঠ প্রতিবেদক ” এবং ২০২২ এ (সাম্প্রতিক ঘটনা প্রবাহ) ক্যাটাগরিতে “শ্রেষ্ঠ প্রতিবেদক ” নির্বাচিত হন।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস স্যার, এজিএম ও এডমিন সাইফুল ইসলাম ,ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মোস্তফা কামাল তোহা,জাহিদ হাসান সহ আনন্দ টিভির বিভিন্ন কর্মকর্তা ও কলাকৌশলী এবং প্রতিনিধিবৃন্দ। এবিষয়ে আনন্দ টিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সাধন কুমার দাস এর কাছে অনুভূতি জানতে চাইলে তিনি জানান, আমি তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচিত হয়েছি। আমি খুবই আনন্দিত এবং আবেগ আপ্লুত। এই অর্জন আমার একার নয় আনন্দ টিভি পরিবারের সকল সদস্য সহ পুরো সিরাজগঞ্জ জেলা গণমাধ্যম কর্মী ও সিরাজগঞ্জ বাসীর। আমার দায়িত্ব অনুযায়ী সিরাজগঞ্জ এর সকল প্রকার নিউজ গুলোকে গুরুত্বের সাথে আনন্দ টেলিভিশনে প্রচারের মাধ্যমে তুলে ধরা। আমি সব সময় চেষ্টা করবো সিরাজগঞ্জের প্রশাসন অনুসন্ধানী, জনদুর্ভোগ সহ সরকারের উন্নয়ন,বিভিন্ন সময় নানা সমস্যা থেকে শুরু করে সব ধরনের সংবাদ তুলে ধরার। আমি সিরাজগঞ্জ জেলায় গণমাধ্যম কর্মীদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই বহুদুর।