স্টাফ রিপোর্টার : শান্তিও সম্প্রীতির জন্য কাজ করি- এই শ্লোগনকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে আন্তজার্তিক শান্তি দিবস ২০২২ পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল ৯টায় চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা প্রতিবন্ধী বিভাগে এবং অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। পরে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়ে সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করে।
খ্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) সহযোগিতার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সেন্টার ফর কমিউনিটি ডেভলপমেন্ট সার্ভিসেস সিসিডিএস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক হেলাল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সিরাজগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী প্রমুখ।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সেন্টার ফর কমিউনিটি ডেভলপমেন্ট সার্ভিসেস সিসিডিএস এর নির্বাহী পরিচালক মো. আইয়ুব আলী, মল্লিকা সানাউল্লাহ আনসারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক নুর এ আলম হীরা প্রমুখ। এ সময় বক্তারা বলেন মূল্যবোধের মাপকাঠি হলো সত্য, সুন্দর ও কল্যান। এর মাধ্যমেই পরিবার ,সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাই আমাদেরকে সত্য ও ন্যায়ের পুজারী হতে হবে। শান্তি ও সম্প্রতির জন্য কাজ করতে হবে।