সিরাজগঞ্জ প্রতিনিধি: সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি‘র আয়োজনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)এর সহযোগিতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শনিবার, ১০ ডিসেম্বর, সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গনপতি রায় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি‘র উপপরিচালক (এমঅ্যান্ডই) কাজী মাসুদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ¦ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ¦ অ্িযাডভোকেট রেজাউল করিম রাখাল, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক, আদিবাসী ফোরাম সিরাজগঞ্জের সাংগঠনিক সম্পাদক পরেশ চন্দ্র মাহতো, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)‘র প্রতিবন্ধীতা ও শিক্ষা কর্মসূচির উপ ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ প্রমুখ।
এসময় বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, সিএসও কোয়ালিশনের সদস্য ও মানবাধিকার কর্মীরা র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।