সিরাজগঞ্জ

চির বিদায় নিলেন আবু হেনা এমপিএ

৭০ সালে সিরাজগঞ্জের কামারখন্দ-বেলকুচি থেকে নৌকার বিজয়ী প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ), মুক্তিযুদ্ধের সংগঠক ডা. কে বি এম আবু হেনা গত ২৭ মার্চ সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার আল হেরা হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি মুক্তিযুদ্ধের শুরুর দিকে বঙ্গবন্ধুর বার্তা নিয়ে গোপনে ভারতে যান। এবং ভারত সরকারের কাছ থেকে বার্তা নিয়ে এসে বঙ্গবন্ধুকে জানান।

পরবর্তীতে ২৫ মার্চ হানাদার বাহিনীর অপারেশান সার্চলাইট ক্রাকডাউনের পর পথ প্রদর্শক হয়ে জনাব ক্যাপটেন মনসুর আলী (সিরাজগঞ্জ), কামরুজ্জামান (রাজশাহী) ছাত্র নেতা তোফায়েল আহমেদ, যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনিকে সাথে নিয়ে নানা পথে সিরাজগঞ্জ বগুড়া হয়ে ভারতে পৌঁছান।

ডা. হেনা ১৭ এপ্রিল, ১৯৭১ সালে মেহেরপুর বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশ সরকার গঠনে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি  ছাত্র রাজনীতিতে বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ছিলেন। সেই ব্যক্তি ১৯৭০ সালে নির্বাচিত এমপিএ ডা. কে বি এম আবু হেনা গতকাল পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। তার ছোট ভাই মহিউদ্দিন আলমগীর ১৯৭১ সালের ২৩ মার্চ সিরাজগঞ্জ কলেজ মাঠে মহুকুমা ছাত্রলীগের সভাপতি হিসেবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন।  দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এর পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button