সিরাজগঞ্জে বিনম্র শ্রদ্ধা আর ভালোসায় পালিত হয় পলাশ ডাঙা যুব শিবিরের প্রতিষ্ঠাতা পরিচালক, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল লতিফ মির্জার ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয় ।
মুক্তিযুদ্ধেও রণাঙ্গনের সহযোদ্ধা মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ জেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে সিরাজগঞ্জ বাজার স্টেশনে প্রয়াত বীরমুক্তিয্দ্ধোা লতিফ মির্জার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাযাত ও আলোচনা সভার আয়োজন করে ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অরুণ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ জেলা কমান্ড কাউন্সিল এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম রুবেল। এসময় মরহুমের আত্নার শান্তি কামনাও দেশ জাতির কল্যাণে দোয়া ও মোনাযাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।
আলোচনায় মুক্তিযুদ্ধে আব্দুল লতিফ মির্জার অবদান এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা সংসদের সাবেক কমান্ডার সি ইন সি বীরমুক্তিযোদ্ধা সোরহাব আলী সরকার, জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, জেলা রিকশা- ভ্যান শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি ও সাবেক উপজেলা কমান্ডার ফজলুর রহমান,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জের জেলা কমান্ড কাউন্সিল এর সভাপতি কিবরিয়া হাসান রিপন ও সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) মো. ফিরোজুল ইসলাম প্রমুখ ।
এসময়ে বীর মুক্তিযোদ্ধাগণ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ জেলা কমান্ড কাউন্সিল এর সিনিয়র সহসভাপতি বাবুল হোসেন, সহসভাপতি কাছিদা খাতুন,সাংগঠনিক সম্পাদক এস এম আলী আহসান লাবণ্য, কামারখন্দ উপজেলা সন্তান সংসদ এর সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সরকারসহ সন্তান সংসদ এর সকল সদস্যগন উপস্থিত ছিলেন।