নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলাধীন আয়শা রশিদ বিদ্যা নিকেতন’র ২০ লক্ষ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন এবং শিক্ষা সহায়তা হিসাবে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
গত বুধবার, ২১ জুন সকালে বহুলী ইউনিয়নে আয়শা রশিদ বিদ্যা নিকেতনের স্কুল কমিটির সভাপতি ডা. আশরাফুল ইসলামের সভাপতিত্বে সীমানা প্রাচীর ও শিক্ষা সহায়তা হিসেবে অসহায় ছাত্র ও ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক (মন্ত্রী) জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শরিফুল ইসলাম তাসফুল, জেলা পরিষদের সদস্য ইকরামুল হক, সংরক্ষিত সদস্য জুই পারভিন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী কাজী আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মতিন মুক্তা, জেলা পরিষদের উচ্চমান সহকারী সেলিনা পারভিন প্রমুখ।
এসময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা লতিফ বিশ্বাস বলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদ সব সময় জন কল্যাণে কাজ করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জ জেলা পরিষদ জেলা সহ প্রতিটি উপজেলা, ইউনিয়ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন, সীমানা প্রাচীর, শহিদ মিনার ও এগুলোর মান উন্নয়নের পাশাপাশি শিক্ষা সহায়তা হিসেবে অসহায় ছাত্র ও ছাত্রীদের ২০ জনের মাঝে নগদ পাচঁ হাজার টাকা করে বৃত্তি প্রদান করলাম যা লেখাপড়ার জন্য অনেক কাজে লাগবে।