স্টাফ রিপোর্টার : Rural Microenterprise Transformation Project (RMTP) প্রকল্পের আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন উপ প্রকল্পের মাধ্যমে ৮ টি সহযোগি সংস্থা কতৃক বাস্তবায়নাধীন বগুরা গাক হলরুমে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ মার্চ ২০২৪ অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সিনিয়র মহাব্যবস্থাপক ও আরএমটিপি প্রকল্প সমন্বয়কারী ড. আকন্দ মো. রফিকুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন গাকের নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন।
এসময় মো. এরফান আলী ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার পিকেএসএফ, কপিল কুমার পাল নিউট্রিশন স্পেশালিস্ট পিকেএসএফ এবং মো. মাহবুব আলম সিনিয়ার ডিরেক্টর গাক বগুড়া ও ৮ টি সহযোগী সংস্থার পিএম ও ফোকাল পার্সনগন উপস্থিত ছিলেন। সভায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর অগ্রগতি ভালো হওয়ায় পিকেএসএফ এর মহাব্যবস্থাপক ও আরএমটিপি প্রকল্প সমন্বয়কারী ড. আকন্দ মো. রফিকুল ইসলাম এনডিপির নির্বাহী পরিচালক সহ আরএমটিপি প্রকল্পের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।